১৪ বছরেই ইতিহাস গড়া বৈভব সূর্যবংশী, আইপিএলে শেষ ম্যাচেও বাজিমাত
মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটবিশ্বে আলোড়ন তোলা বৈভব সূর্যবংশী নিজের অভিষেক আইপিএল মৌসুমের শেষ ম্যাচেও ছাপ রেখে গেলেন দারুণভাবে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই কিশোর ক্রিকেটার। তার মাঠে নামাটাই ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, আর পারফরম্যান্সে সেটিকে আরও গৌরবময় করে তুললেন তিনি।
চেন্নাইয়ের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে নেমে রাজস্থান রয়্যালস জয় পায় ১৭ বল হাতে রেখেই। দলের হয়ে ওপেন করতে নেমে বৈভব সূর্যবংশী খেলেন ম্যাচ জেতানো ৩৩ বলে ৫৭ রানের একটি অনবদ্য ইনিংস, যেখানে ছিল চারটি করে চার ও ছক্কার মার। এই ইনিংসেই তিনি গড়েছেন আরও দুটি রেকর্ড—একটি আইপিএলের এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে যাওয়া, আর অন্যটি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই একাধিক ফিফটির কৃতিত্ব।
আইপিএলের চলতি আসরে বৈভব মোট ২৪টি ছক্কা হাঁকিয়েছেন, যা এই তালিকায় ২০১৭ সালে ঋষভ পান্তের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। তবে বৈভব যেখানে ১৪ বছর ১ মাস বয়সেই এই রেকর্ড গড়েছেন, পান্ত সেখানে ছিলেন প্রায় ১৯ বছর ৭ মাস বয়সী। যদিও রাজস্থানের আর কোনো ম্যাচ বাকি না থাকায় বৈভবের পক্ষে রেকর্ড এককভাবে নিজের করা সম্ভব নয়, তবু ইতিহাসে তার নামটি সগৌরবে লেখা হয়ে গেল।
শুধু টি-টোয়েন্টিতেই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও দুর্দান্ত কিছু নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। ১৬ বছর বয়স হওয়ার আগেই একাধিক ফিফটি করা খেলোয়াড়দের তালিকায় তিনি তৃতীয়। এই তালিকায় রয়েছেন কেবল লুইস ব্রুস (৬ ফিফটি, জিব্রাল্টার জাতীয় দল) এবং হাসান ইসাখিল (২ ফিফটি, বুস্ট ডিফেন্ডার্স)। বৈভবও দুটি ফিফটি করে তাদের পাশে জায়গা করে নিয়েছেন।
শেষ ম্যাচে বিপক্ষ দলে থাকা আরেক তরুণ আয়ুশ মাহাত্রেও চেন্নাইয়ের হয়ে খেলেছেন দলীয় সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস। তবে আলো কাড়ার ক্ষেত্রে বৈভবের ফিফটি, ছক্কার রেকর্ড এবং বয়সকে হার মানানো কীর্তিই ছিল সবচেয়ে বড় আকর্ষণ।
১৪ বছর বয়সেই বৈভব সূর্যবংশী যে ছাপ রেখে চলেছেন, তাতে ক্রিকেটবিশ্ব তার ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে গভীর আগ্রহে।