ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব: স্থানান্তর হলো আইপিএল ফাইনালসহ একাধিক ম্যাচ
ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহেরও বেশি সময় স্থগিত ছিল জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যুদ্ধবিরতির পর গত ১৭ মে থেকে পুনরায় শুরু হয়েছে টুর্নামেন্টের বাকি অংশ। প্রথমে কেবল লিগপর্বের নতুন সূচি ঘোষণা করলেও এবার প্লে-অফ ও ফাইনালের ভেন্যুতেও আনুষ্ঠানিকভাবে পরিবর্তন এনেছে আইপিএল কর্তৃপক্ষ। এর ফলে কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবারের ফাইনাল।
প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টির আশঙ্কায় বেশ কয়েকটি ম্যাচের নির্ধারিত ভেন্যু বদলানো হয়েছে। এর মধ্যে ২৩ মে বেঙ্গালুরুতে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের, কিন্তু ম্যাচটি স্থানান্তর করা হয়েছে দক্ষিণ ভারতের লখনৌয়ে। এর ফলে নিজেদের শেষ দুটি ম্যাচই ঘরের মাঠের বাইরে খেলতে হবে বিরাট কোহলির দলকে, যার দুটিই অনুষ্ঠিত হবে লখনৌর একানা স্টেডিয়ামে।
বেঙ্গালুরুর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে প্রবল ঝড় ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বেঙ্গালুরুর সর্বশেষ হোম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সেই সময় থেকে ওই অঞ্চলের অনেক এলাকায় এখনও জলাবদ্ধতা বিরাজ করছে।
প্লে-অফ পর্বের চারটি ম্যাচের ভেন্যুও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ২৯ মে চণ্ডীগড়ের মুল্লানপুরে হবে প্রথম প্লে-অফ ম্যাচ, আর পরদিন একই ভেন্যুতে হবে এলিমিনেটর। এরপর ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার এবং আইপিএল ২০২৫ আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। শুরুতে এসব ম্যাচ হায়দরাবাদ ও কলকাতায় আয়োজনের কথা ছিল।
চলতি আইপিএলের লিগপর্ব শেষ হবে আগামী ২৭ মে। নতুন সূচি অনুযায়ী এখন পর্যন্ত প্লে-অফে জায়গা করে নিয়েছে পাঞ্জাব কিংস, বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। শেষ একটি স্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স আগেই আসর থেকে বিদায় নেওয়ায় তাদের জন্য ভেন্যু হারানোর আক্ষেপ তুলনামূলকভাবে কম। তবে বেঙ্গালুরু নিজেদের মাঠে খেলার সুযোগ হারানোয় ভক্তদের হতাশা বাড়তেই পারে।
4o