শুনানির সময় শার্টের বোতাম খোলা রাখায় ভারতে আইনজীবীর কারাদণ্ড
ভারতের একটি আদালত অবমাননার অভিযোগে আইনজীবী অশোক পাণ্ডেকে ছয় মাসের কারাদণ্ড এবং জরিমানার আদেশ দিয়েছেন। তার অপরাধ—আদালতের শুনানির সময় নির্ধারিত পোশাক পরিধান না করে শার্টের বেশ কয়েকটি বোতাম খোলা রাখা এবং বিচারকদের প্রতি অশোভন মন্তব্য করা।
ঘটনাটি ঘটে ২০২১ সালে, যখন অশোক পাণ্ডে আদালতের কক্ষে নির্ধারিত পোশাকবিধি মানেননি। তার পরনে থাকা শার্টের বেশ কয়েকটি বোতাম খোলা ছিল, যা আদালতের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়। বিচারকরা তাকে তৎক্ষণাৎ কোর্টরুম ত্যাগ করার নির্দেশ দেন। কিন্তু নির্দেশ মানার পরিবর্তে পাণ্ডে বিচারকদের উদ্দেশে ‘গুন্ডা’ বলে কটূক্তি করেন, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। এই ঘটনায় আদালত স্বপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করে।
গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের রায়ে অশোক পাণ্ডেকে ছয় মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, তাকে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। রায়ে আরও বলা হয়, জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তার কারাদণ্ডের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে।
আদালতের এই রায় আইনজীবী সমাজে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করছেন, আদালতের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ জরুরি। অন্যদিকে, কেউ কেউ এই শাস্তিকে অতিরিক্ত কঠোর বলে সমালোচনা করেছেন। এই ঘটনা আদালতের পোশাকবিধি ও আচরণবিধি মেনে চলার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।