রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে দ্রুত বৈঠকে আগ্রহী ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সক্রিয়ভাবে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান তিনি, এবং সেটি যেন “যত দ্রুত সম্ভব” হয়—এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (১৮ মে) রাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন টেলিভিশন সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “প্রেসিডেন্ট চান এই বৈঠকটা যত দ্রুত সম্ভব হোক। এই যুদ্ধের জট খুলতে গেলে—সম্ভবত এটাই একমাত্র উপায়—ট্রাম্প ও পুতিনের সরাসরি আলোচনা প্রয়োজন।”
তিনি জানান, ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিকভাবে পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনও বৈঠকের তারিখ বা ভেন্যু চূড়ান্ত হয়নি। রুবিও বলেন, “এ ধরনের বৈঠকের জন্য কিছু সময় ও প্রস্তুতি দরকার।”
বিবিসি জানায়, এই উদ্যোগের পেছনে রয়েছে ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা এবং ভ্যাটিকান সিটির মধ্যস্থতার প্রস্তাব। রুবিওর দাবি, মস্কো শর্তসাপেক্ষে এই প্রস্তাব বিবেচনায় রাখতে আগ্রহ দেখিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে রুবিও বলেন, ইস্তাম্বুলের বৈঠক সময়ের অপচয় ছিল না। সেখানে দুটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে—দুই পক্ষের মধ্যে ১০০০ বন্দি বিনিময়ের চুক্তি এবং যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, “শুধু আলোচনা চললে এবং বাস্তবসম্মত কোনো প্রস্তাব না এলে, যুক্তরাষ্ট্র বিকল্প পথ ভাবতে পারে।”
ইরান প্রসঙ্গেও রুবিও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে দ্রুতই অস্ত্র তৈরির উপাদান তৈরি হতে পারে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চান এই সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান হোক। তার ভাষায়, “প্রেসিডেন্ট চান, ইরান একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ দেশ হয়ে উঠুক, যেখানে মানুষের ভবিষ্যৎ ভালো হবে।”