সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ১,৬৬২ জন
সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে এক দিনে মোট ১,৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৫৮ জন ছিলেন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, আর বাকি ৬০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য বিভিন্ন অপরাধের ঘটনায়।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই অভিযানে একটি ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়েছে। পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে দেশজুড়ে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন