সোমবার, ১২ই মে, ২০২৫| রাত ২:১৩

ইন্টারের বিপক্ষে সেমিফাইনালে কুন্ডেকে পাচ্ছে না বার্সেলোনা, ফিরেছেন লেভানডফস্কি

প্রতিবেদক
staffreporter
মে ৬, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
ইন্টারের বিপক্ষে সেমিফাইনালে কুন্ডেকে পাচ্ছে না বার্সেলোনা, ফিরেছেন লেভানডফস্কি

ইন্টারের বিপক্ষে সেমিফাইনালে কুন্ডেকে পাচ্ছে না বার্সেলোনা, ফিরেছেন লেভানডফস্কি

শেষ শিরোপাটা এসেছিল তার পা থেকেই—তবে ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনা পাচ্ছে না সেই জ্যুলস কুন্ডেকে। প্রথম লেগে ইনজুরিতে পড়া ফরাসি ডিফেন্ডারকে নিয়ে শেষ সময় পর্যন্ত আশা জিইয়ে রেখেছিল বার্সেলোনা, তবে অ্যাওয়ে ম্যাচের স্কোয়াডে শেষ পর্যন্ত জায়গা হয়নি তার। কুন্ডের না থাকা রাইটব্যাকে বড় ধাক্কা হিসেবেই দেখছে কাতালান ক্লাবটি। তার জায়গায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যেতে পারে এরিক গার্সিয়াকে।

লেফটব্যাকেও মিলছে না স্বস্তি। আগেই ইনজুরিতে পড়া আলেহান্দ্রো বালদে ইন্টারের বিপক্ষে এই ম্যাচেও অনুপস্থিত। প্রথম লেগেও ছিলেন না তিনি। তার জায়গায় অভিজ্ঞ ইনিগো মার্তিনেজকেই দেখা যাবে বাঁ দিক সামলাতে।

দলে নেই আরও এক তরুণ প্রতিভা, ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো। ট্রেনিংয়ে অংশ নিলেও পুরোপুরি ফিট নন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার পরও স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাসাদো। যদিও বার্সেলোনা তাকে নিয়েই মিলান গিয়েছে।

তবে এসব দুশ্চিন্তার মাঝে কিছুটা স্বস্তির খবর এনে দিয়েছেন রবার্ট লেভানডফস্কি। ইনজুরি কাটিয়ে সেরে উঠেছেন পোলিশ এই স্ট্রাইকার। যদিও শুরু থেকে মাঠে নামার সম্ভাবনা কম, তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে তার মাঠে নামা প্রায় নিশ্চিত। ইনজুরির আগে পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গে গড়ে তুলেছিলেন কার্যকরী আক্রমণত্রয়ী। তবে গত ১৯ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে বাঁ পায়ের ইনজুরিতে পড়েছিলেন তিনি।

ফেরান তোরেসকেই দ্বিতীয় লেগের ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে দেখা যাবে। লেভার ফেরার সম্ভাবনা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে হ্যান্সি ফ্লিকের শিবিরকে। তবে একাধিক ইনজুরি ও স্কোয়াড ঘাটতির কারণে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বার্সেলোনার সামনে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ