রবিবার, ১৮ই মে, ২০২৫| রাত ১:০১

হুয়াওয়ের চিপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা

প্রতিবেদক
staffreporter
মে ১৭, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
হুয়াওয়ের চিপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা

হুয়াওয়ের চিপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা

চীনের প্রযুক্তি খাত, বিশেষ করে হুয়াওয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ব্যবহারে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, বিশ্বের যেকোনো প্রতিষ্ঠান হুয়াওয়ের এসব চিপ ব্যবহার করলে তা যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের শামিল হবে এবং এতে ফৌজদারি শাস্তি পর্যন্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হুয়াওয়ের Ascend 910B, 910C ও 910D চিপগুলো তৈরি করতে মার্কিন সফটওয়্যার ও যন্ত্রাংশ ব্যবহৃত হয়েছে। এ কারণে এসব চিপকে মার্কিন রফতানি আইন অনুযায়ী নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। এমনকি বিশ্বের যেকোনো প্রান্তে এ চিপ ব্যবহার হলেও তা অবৈধ হিসেবে গণ্য হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এটি কোনো নতুন আইন নয়, বরং হুয়াওয়ের উন্নত চিপ ব্যবহারের বিষয়টিতে স্পষ্ট করে রফতানি আইন প্রযোজ্য বলেই ব্যাখ্যা দেওয়া হয়েছে।

রফতানি আইন বিশেষজ্ঞ কেভিন উল্ফ বলেন, “এটি এক ধরনের প্রকাশ্য সতর্কবার্তা। হুয়াওয়ের তৈরি যেকোনো উন্নত কম্পিউটিং চিপ ব্যবহার মানেই যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন।”

এমন সতর্কতার ফলে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এনভিডিয়ার চিপ থেকে সরে এসে হুয়াওয়ের নিজস্ব চিপের দিকে ঝুঁকছে। চাহিদা বেড়ে যাওয়ায় হুয়াওয়ে এখন নিজস্ব আধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদন লাইন গড়ে তুলেছে এবং উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়াচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি