“সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন নেই”—অভিনেত্রীকেই কেন জীবনসঙ্গী করতে চেয়েছিলেন রণবীর
একসময় বলিউডের ‘ক্যাসানোভা’ হিসেবে পরিচিত ছিলেন রণবীর কাপুর। তার ব্যক্তিজীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন এবং প্রেম-বিচ্ছেদের গল্প বহুবার হয়েছে শিরোনামে। অভিনয়ের পাশাপাশি প্রেমের কারণে প্রায়ই আলোচনায় আসতেন তিনি।
তবে সেই অধ্যায়ের ইতি ঘটিয়ে ২০২২ সালে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর। দাম্পত্য জীবনে সুখেই আছেন তারা, এবং বর্তমানে তাদের পরিবারে এসেছে নতুন সদস্য—কন্যা রাহা। এখন স্ত্রী ও মেয়েকে ঘিরেই রণবীরের ব্যস্ততা।
রণবীর কাপুর অনেক আগেই বলেছিলেন, তিনি জীবনসঙ্গী হিসেবে একজন অভিনেত্রীকেই বেছে নিতে চান। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন তিনি, যা ছিল তার বিবাহের বহু আগের কথা। ২০১১ সালে ‘রকস্টার’ মুক্তির সময়, যখন তার সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্কের গুঞ্জন ছিল তুঙ্গে—সেই সময়েই তিনি এই মন্তব্য করেছিলেন।
এ প্রসঙ্গে রণবীর বলেছিলেন, “প্রেম যে কোনো সময় হতে পারে। কিন্তু আমার কোনও অভিনেত্রীর সঙ্গেই বিয়ের সম্ভাবনাই বেশি।” তিনি বলেন, “আমি যাদের সাথে দেখা করি এবং যোগাযোগ রাখি, তারা সবাই সিনেমা জগতের। আমাদের জগৎটাই সিনেমা কেন্দ্রিক, আর অভিনেতা-অভিনেত্রীদের একে অপরের সঙ্গে বিয়ের এটাও অন্যতম কারণ। কারণ, সাধারণত সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না।”
রণবীরের এই বক্তব্য তার জীবনবোধ এবং চলচ্চিত্র শিল্পের প্রতি নিবেদনকেই ফুটিয়ে তোলে, যা পরে বাস্তবেও প্রতিফলিত হয়েছে আলিয়ার সঙ্গে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে।