অপ্রীতিকর মন্তব্যের মামলা বাতিলের আবেদন সনু নিগমের
কনসার্ট চলাকালে অপ্রীতিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলার বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে আবেদন করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। মামলাটি বাতিলের দাবিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২৫ ও ২৬ এপ্রিল, বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত একটি কনসার্টে। সেখানকার পারফরম্যান্স চলাকালীন সময়ে এক দর্শক বারবার তাকে কন্নড় গান গাওয়ার জন্য অনুরোধ জানালে সনু বিরক্ত হন এবং তার প্রতিক্রিয়ায় পুরো ঘটনাকে পেহেলগাম হামলার সঙ্গে তুলনা করেন। বিষয়টি কন্নড় সম্প্রদায়ের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এ নিয়ে বিতর্ক তৈরি হয়।
এরপর পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়। যদিও সনু ঘটনার পর জনসমক্ষে দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়েছেন, তারপরও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শিল্পী ইতোমধ্যে মামলাটি বাতিলের জন্য আবেদন করেছেন এবং কর্নাটক হাইকোর্ট ১৫ মে পর্যন্ত শুনানি স্থগিত রেখেছে। এখন দেখার বিষয়, আদালত তার আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত দেয়।