সোমবার, ১০ই মার্চ, ২০২৫| বিকাল ৫:৩০

বলিউড তারকাদের বাড়ির দামে শীর্ষে সাইফ আলি খানের ‘পটৌডী প্যালেস’

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ
বলিউড তারকাদের বাড়ির দামে শীর্ষে সাইফ আলি খানের 'পটৌডী প্যালেস'

বলিউড তারকাদের বাড়ির দামে শীর্ষে সাইফ আলি খানের ‘পটৌডী প্যালেস’

মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান শাহরুখ খানের ‘মান্নাত’। পর্যটক ও ভক্তরা শহরে গেলেই বাড়িটির সামনে ভিড় জমান। মান্নাতের মূল্য প্রায় ২০০ কোটি টাকা। একইভাবে, অমিতাভ বচ্চনের ‘জলসা’ ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা

কিন্তু বলিউডের অন্যসব তারকার বিলাসবহুল বাড়ির মূল্যকে ছাপিয়ে গেছে সাইফ আলি খানের ‘পটৌডী প্যালেস’, যার দাম প্রায় ৮০০ কোটি টাকা। গুরুগ্রামে অবস্থিত এই প্রাসাদটি সাইফের ঠাকুরদা নবাব ইফতিকার আলি খান পটৌডী নির্মাণ করেছিলেন। ১৯৩০ সালে বিয়ের পর স্ত্রী ভোপালের বেগমের জন্য তিনি এই রাজকীয় প্রাসাদ তৈরি করেন।

বর্তমানে উত্তরাধিকার সূত্রে সাইফ আলি খান ও তার পরিবার পটৌডী প্যালেসের মালিক। এই ঐতিহাসিক প্রাসাদে প্রায়ই স্ত্রী কারিনা কাপুর খান ও দুই ছেলে তৈমুর ও জেহর সঙ্গে সময় কাটান সাইফ। ছুটির দিনে সেখানে যান তার মেয়ে সারা আলি খান, ছেলে ইব্রাহিম আলি খান ও দুই বোন সাবা আলি খান ও সোহা আলি খান

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত