রবিবার, ২৫শে মে, ২০২৫| রাত ১২:৫৭

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের থাকা নিয়ে সন্দিহান গাভাস্কার

প্রতিবেদক
staffreporter
মে ১৩, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের থাকা নিয়ে সন্দিহান গাভাস্কার

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের থাকা নিয়ে সন্দিহান গাভাস্কার

টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পরও ওয়ানডে ক্রিকেটে এখনো খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অনেকেই মনে করছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দিয়েই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে পারেন এই দুই তারকা। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ভিন্ন মত পোষণ করেছেন।

গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একসঙ্গে সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায় নেন কোহলি ও রোহিত। এরপর এ বছর পাঁচদিনের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন তারা। একমাত্র ওয়ানডেতেই এখন তাদের দেখা যাচ্ছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ফর্মে ছিলেন এই দুই ব্যাটার। তবে গাভাসকারের মতে, বয়স এবং সময়ের ব্যবধানের কারণে ২০২৭ বিশ্বকাপে তাদের দলে থাকার সম্ভাবনা খুব বেশি নয়।

গাভাস্কার বলেন, “ওয়ানডেতে তারা এখনও দুর্দান্ত খেলছে। তবে চার বছর পরে, তারা তখন কেমন ফর্মে থাকবে সেটা দেখার বিষয়। যদি আগামী বছরও তারা ফর্মে থাকে, শতরান করে যায়, তাহলে ঈশ্বরও ওদের দলে রাখা থেকে বিরত রাখতে পারবে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না তারা ২০২৭ বিশ্বকাপ খেলবে।”

রোহিত শর্মার বয়স তখন হবে ৪০ এবং কোহলির ৩৮। রোহিতের ফিটনেস নিয়ে গাভাস্কারের কিছুটা সন্দেহ আছে, বিশেষ করে আইপিএলে তার ফিল্ডিংয়ে অনিয়মিত অংশগ্রহণ দেখা যাওয়ায়। যদিও কোহলির ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে শুরুতে ইনিংস গুছিয়ে নিতে তার সময় লাগছে বলেও মত গাভাস্কারের।

কোহলির হঠাৎ অবসরের সিদ্ধান্তে গাভাস্কার বিস্মিত নন। তার মতে, “একজন খেলবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের। অস্ট্রেলিয়ায় যা ঘটেছে, তাতে বড় পরিবর্তন আসবেই। তাই কোহলির সিদ্ধান্তে আমি অবাক হইনি।”

সব মিলিয়ে, দুই ক্রিকেট তারকার ক্যারিয়ার যে শেষ অধ্যায়ের দিকে এগিয়ে চলেছে, তা গাভাস্কারের বক্তব্যে স্পষ্ট। তবে আগামী দিনে ফর্ম ধরে রাখতে পারলে তারা আবারও জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো জ্বলে উঠতে পারেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি