হজযাত্রায় আরও দুই হাজার ২৪৮ জন সৌদি গমন, এখন পর্যন্ত পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন
চলতি বছরের হজ পালনে সৌদি আরবগামী হজযাত্রীদের মধ্যে বুধবার আরও দুই হাজার ২৪৮ জন পবিত্র ভূমির উদ্দেশে রওনা হয়েছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যাত্রা করেন এক হাজার ৪৪৬ জন এবং সৌদি এয়ারলাইনসে ৮০২ জন। এ নিয়ে মোট ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) লোকমান হোসেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয়। তার আগে ২৭ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করেন এবং যাত্রীদের শুভেচ্ছা জানান।
হজ ব্যবস্থাপনাকে সহজতর ও ভোগান্তিমুক্ত করতে এবার হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন এবং একটি অ্যাপ চালু করেছে ধর্ম মন্ত্রণালয়। যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদিয়া এয়ারলাইনস উভয়েই ৫০ শতাংশ করে যাত্রী পরিবহন করবে—প্রতিটি সংস্থা ৪৩ হাজার ৫৫০ জন করে হজযাত্রী বহন করবে। এছাড়া ফ্লাইন্যাস এয়ারলাইনস ১৫ শতাংশ যাত্রী পরিবহনের দায়িত্বে রয়েছে। ফ্লাইট শিডিউল অনুযায়ী, ২০ শতাংশ হজযাত্রী মদিনায় এবং ৮০ শতাংশ সরাসরি মক্কায় যাবেন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৯৪১টি হজ এজেন্সি। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ ২-এর খরচ পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
এদিকে, হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতরা হলেন—রাজবাড়ীর পাংশার খলিলুর রহমান (পাসপোর্ট নম্বর: A05981786G), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (পাসপোর্ট নম্বর: A05784578) এবং পঞ্চগড় সদর উপজেলার আল হামিদা বানু (পাসপোর্ট নম্বর: A16370960G)। তাদের মধ্যে দুজন মদিনায় এবং একজন মক্কায় মৃত্যুবরণ করেন।