রবিবার, ১১ই মে, ২০২৫| রাত ৪:৪১

ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি, অফিস খোলা থাকবে ১৭ ও ২৪ মে

প্রতিবেদক
staffreporter
মে ৭, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি, অফিস খোলা থাকবে ১৭ ও ২৪ মে

ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি, অফিস খোলা থাকবে ১৭ ও ২৪ মে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে—ঈদের ছুটির আগে ১৭ মে (শনিবার) ও পরে ২৪ মে (শনিবার) অফিস খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে ১৭ ও ২৪ মে যেহেতু ছুটির বিনিময়ে অফিস খোলা থাকবে, তাই ওই দিনগুলোতে সব অফিস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। একইভাবে, হাসপাতাল, চিকিৎসা সেবা ও জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মী এবং চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনও এই ছুটির আওতায় পড়বে না।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত