রবিবার, ১১ই মে, ২০২৫| রাত ৪:১০

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে গাফিলতি তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
staffreporter
মে ১০, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে গাফিলতি তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে গাফিলতি তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ক্ষেত্রে কেউ গাফিলতি করেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, এ বিষয়ে এখনো তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানার পর তিনি খোঁজ নিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা দোষী, তাদের শাস্তি পেতেই হবে।”

এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “ইন্টারপোলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।” পাশাপাশি তিনি জনগণের ভোগান্তি এড়াতে সড়ক অবরোধ না করার জন্য আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ