শুক্রবার, ২৩শে মে, ২০২৫| রাত ১১:৫২

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের প্রশ্রয় নয়: উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রতিবেদক
staffreporter
মে ৬, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের প্রশ্রয় নয়: উপদেষ্টা রিজওয়ানা হাসান

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের প্রশ্রয় নয়: উপদেষ্টা রিজওয়ানা হাসান

উন্নয়নের আড়ালে পরিবেশ ধ্বংসের সুযোগ সৃষ্টি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর কেবল প্রকল্প অনুমোদনের দপ্তরে পরিণত হয়েছে—এমন ধারণা থেকে সরে আসা জরুরি।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে পোড়ানো ইটের বিকল্প নিয়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও, এখনো কাঠামোগত কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। উন্নয়ন যেন পরিবেশবিরোধী না হয়, সে লক্ষ্যে কার্যকর নীতিগত সমন্বয় জরুরি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করলে পরিবেশবান্ধব টেকসই পদ্ধতিগুলো নীতিমালায় প্রতিফলিত হবে এবং প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত