খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ ও নীতির সমন্বয় জরুরি: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি এর সাথে সম্পর্কিত সব ইস্যুতে একটি সামগ্রিক জাতীয় নীতির বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, খাদ্যের বাজার, সরবরাহ ও দেশজ সক্ষমতার সঙ্গে জড়িত নানা বিষয়ে পরিকল্পিত উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫’-এর তৃতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনটির শিরোনাম ছিল ‘খাদ্যের বাজার, সরবরাহ ও দেশজ সক্ষমতা’।
তিনি আরও বলেন, বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন খাতে তথ্যের যথার্থতা না থাকায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে। গত সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়নের যে চিত্র দেখা গেছে, তা থেকে উত্তরণে সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, অতীতে যে ধরনের অতিরিক্ত ব্যয়ের ধারা চালু হয়েছিল, তার নেতিবাচক প্রভাব এখন সাধারণ নাগরিকদের ওপর বোঝা হিসেবে দেখা দিয়েছে। এসব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, তবে সরকার এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছে।
বাজার নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, বিভিন্ন সংস্থার নীতির সমন্বয় না থাকায় বাজার ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে, তবে সরকার বিষয়টি সমাধানে কাজ করছে। মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম নেওয়া হয়েছিল, ভবিষ্যতেও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।