গাজা ধ্বংসের হুমকি ইসরায়েলি মন্ত্রীর, ফিলিস্তিনিদের দেশত্যাগে আহ্বান
গাজা পুরোপুরি ধ্বংস হবে এবং ফিলিস্তিনি বাসিন্দারা তৃতীয় দেশে চলে যাবে—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের চরম ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া এই বক্তব্যের খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
স্মোট্রিচ বলেন, “গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বেসামরিক নাগরিকদের গাজার দক্ষিণে হামাস বা সন্ত্রাসমুক্ত একটি মানবিক অঞ্চলে সরিয়ে নেওয়া হবে। সেখান থেকে তারা তৃতীয় দেশে ব্যাপক হারে চলে যাবেন।” তিনি আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে গাজাকে ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার পথ তৈরি হবে এবং সেটি আগামী বছরের শেষ নাগাদ সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেন।
ইসরায়েলি এই মন্ত্রীর বক্তব্য, ১৯৬৭ সালে দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করা বর্তমান নেতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর একটি। যদিও আন্তর্জাতিক মহলে এমন পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে এবং পশ্চিম তীর ও গাজা ফিলিস্তিনিদের স্বতন্ত্র রাষ্ট্র গঠনের অংশ হিসেবে বিবেচিত হয়।
বর্তমানে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। সেখানে গড়ে ওঠা প্রায় ৪ লাখ ৯০ হাজার ইহুদি বসতির অস্তিত্ব আন্তর্জাতিক আইনে অবৈধ বলে গণ্য হলেও ইসরায়েল তাতে গুরুত্ব দিচ্ছে না। পূর্ব জেরুজালেমেও দখলদারিত্ব বজায় রেখেছে দেশটি। ইসরায়েলি সরকারের প্রভাবশালী নেতারা সম্প্রতি এসব অঞ্চলকে স্থায়ীভাবে নিজেদের অংশ বানাতে দৃঢ় অবস্থান নিচ্ছেন, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়ছে।