রোমে বহুজাতিক সাংস্কৃতিক সন্ধ্যায় মাতৃভাষা দিবস উদযাপন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির রোমে এক বহুজাতিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সঞ্চারী সংগীতায়ন। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ সংগীত পরিবেশন করেন, যা আগত অতিথিদের আনন্দ দেয়। বিভিন্ন দেশের ভাষায় গান ও নৃত্য পরিবেশন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে ইতালীয় নাগরিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা বাংলা, ইতালীয় ও ইংরেজি ভাষায় মহান একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরেন। এছাড়া কয়েকজন ইতালীয় নাগরিক বাংলায় গান পরিবেশন করেন, বিশেষ করে “গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান” গানটি গেয়ে তারা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলেন।
অনুষ্ঠানে এক দৃষ্টি প্রতিবন্ধী নারীর সংগীত পরিবেশনও শ্রোতাদের মধ্যে গভীর সাড়া ফেলে। সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ও অভিবাসন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। সঞ্চারী সংগীতায়নের প্রতিষ্ঠাতা ও শিক্ষক সুস্মিতা সুলতানা ও সানজিদা আক্তারের পরিচালনায় সংগীত পরিবেশন করেন সংগঠনের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সঞ্চারী সংগীতায়ন দীর্ঘ ১১ বছর ধরে ইতালিতে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছে এবং দেশি-বিদেশিদের কাছে বাংলাদেশকে তুলে ধরছে।