অভিনয়ের শক্তিমান ঋষি কাপুর: মৃত্যুর ছায়া বুঝে গিয়েছিলেন আগেই
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ২০২০ সালের ৩০ এপ্রিল লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তবে তার জীবনের শেষ অধ্যায়ের ইঙ্গিত তিনি যেন আগেভাগেই পেয়েছিলেন। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে ক্যানসার ধরা পড়লেও ঋষি কাপুর ২০১৬ সালেই বুঝেছিলেন, সময় বেশি নেই।
২০১৬ সালে মুক্তি পায় ‘কাপুর অ্যান্ড সন্স’ চলচ্চিত্রটি। সেখানে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি নিজেকে ৯০ বছর বয়সে কীভাবে কল্পনা করেন। জবাবে ঋষি বলেছিলেন, ‘‘আমি অতদিন বাঁচব না। তার অনেক আগেই মৃত্যু হবে।’’ এমন স্পষ্ট বক্তব্যে তার তখনকার মানসিক প্রস্তুতিরই ইঙ্গিত মেলে।
এর মাত্র দুই বছর পর ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হন তিনি। চিকিৎসার জন্য দ্রুত নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। অসুস্থ অবস্থায়ও তাকে দেখতে ছুটে গিয়েছিলেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনসহ বলিউডের বহু তারকা। ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে জয়ী হয়ে তিনি ২০১৯ সালে ভারতে ফিরে আসেন এবং কিছুদিন সুস্থও ছিলেন।
কিন্তু ২০২০ সালের শুরুতে ফের ক্যানসার ফিরে আসে। এবার আর ফিরে আসা হয়নি। মাত্র দুই বছরের ব্যবধানে পৃথিবী থেকে বিদায় নেন ঋষি কাপুর। বলিউডের এই শক্তিমান অভিনেতা জীবনের শেষ দিনগুলোতে নিজের মৃত্যু প্রায় আগেই আঁচ করেছিলেন—এ যেন এক বাস্তবের ট্র্যাজিক সিনেমা।