কুয়েট ভিসি ও প্রোভিসি পদত্যাগ করলেন, আসছে নতুন নেতৃত্ব
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক ড. এস কে শরীফুল আলম।
জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) রাতে তারা নিজ নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পরদিন বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা—যিনি নাম প্রকাশে অনিচ্ছুক—দুজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি ও সংকটপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে, শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে ভিসি ও প্রোভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের দুই গুরুত্বপূর্ণ পদে নতুন উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে।
অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কুয়েটের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং শিক্ষার্থীদের পাঠদান পুনরায় সচল করাই এখন প্রধান অগ্রাধিকার।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সঙ্কট এবং প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভের জেরে এই পদত্যাগ এবং পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। তবে নতুন নেতৃত্ব কতটা দ্রুত সমস্যার সমাধান করতে পারে, সেটাই এখন সবার নজরে।