শাহরুখ-গৌরীর প্রেম, বিয়ে এবং ধর্মের বাইরে ভালবাসার গল্প
শাহরুখ খান যখন মাত্র ১৮ বছরের, তখনই প্রেমে পড়েছিলেন গৌরী ছিব্বারের। একজন মুসলিম ছেলের সঙ্গে হিন্দু মেয়ের প্রেম—ধর্মের ভিন্নতা শুরু থেকেই তাদের সম্পর্কের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা তারা জানতেন। তাই শুরুতে পরিবারের কাছে নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন তারা।
কিন্তু যখন বিয়ের সিদ্ধান্ত নেন, তখনই শুরু হয় চ্যালেঞ্জ। গৌরীর পরিবার বিষয়টি সহজভাবে নেয়নি। তাই পরিস্থিতি সামলাতে গৌরী একটি বুদ্ধি করেন। এক সাক্ষাৎকারে গৌরী জানান, “আমরা ওর নাম পাল্টে দিয়েছিলাম। নতুন নাম রেখেছিলাম ‘অভিনব’। ও খুব লাজুক আর ছেলেমানুষ ছিল।”
তবে এই ছদ্মনাম বেশিদিন কাজে দেয়নি। যখন সম্পর্ক প্রকাশ্যে আসে, তখন সমাজে নানা স্তরের আলোচনা শুরু হয়। শাহরুখ বুঝেছিলেন, বিয়ের সিদ্ধান্ত আইনিভাবে বাস্তবায়ন করলেই তা সংবাদ হয়ে উঠবে। তাই বিয়ের সময় নিজের ঠিকানা না দিয়ে এক বন্ধুর ঠিকানা ব্যবহার করেন। দুর্ভাগ্যবশত, সেই বন্ধুর বাড়িতেই শুরু হয় বিক্ষোভ, ছোঁড়া হয় ইঁটপাটকেল।
তবুও ততক্ষণে শাহরুখ-গৌরীর বিয়ে সম্পন্ন হয়ে গেছে। বিয়ের আগে কেউ ধর্ম পরিবর্তন করেননি। এখনও শাহরুখ মুসলিম আর গৌরী হিন্দু। ধর্মের ভিন্নতা তাদের বন্ধনকে কখনও দুর্বল করতে পারেনি।
তাদের বাড়ি ‘মান্নাত’-এ পালিত হয় উভয় ধর্মের রীতি ও অনুষ্ঠান। সন্তানদের বড় করেছেন ধর্মের চেয়ে মূল্যবোধকে গুরুত্ব দিয়ে। শাহরুখ একবার বলেছিলেন, “আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আর আমাদের সন্তানেরা ভারতীয়।” — এই কথায়ই যেন ধরা পড়ে তাদের সম্পর্কের আসল সৌন্দর্য।