দোহায় জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশি আম উৎসব ২০২৫
কাতারের রাজধানী দোহায় আগামী জুন অথবা জুলাই মাসে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশি আম উৎসব ২০২৫’। দোহা বাংলাদেশ দূতাবাস এবং সুক ওয়াকিফ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সুক ওয়াকিফ প্রাঙ্গণে এই উৎসবটি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাত দিনব্যাপী এই উৎসবটি জুন বা জুলাইয়ের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
উৎসবে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত নানা জাতের সুস্বাদু আম, যেমন হিমসাগর, ল্যাংড়া, ফজলি ও আম্রপালি ছাড়াও আমজাত পণ্য যেমন আচার, জুস, আইসক্রিম এবং অন্যান্য দেশীয় ফল প্রদর্শন ও বিক্রি করা হবে। এতে বাংলাদেশি সংস্কৃতি ও কৃষিপণ্যের পরিচিতি কাতারে নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।
উৎসবে অংশ নিতে আগ্রহী ব্যবসায়ীদের জরুরি ভিত্তিতে দোহা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। এই বিষয়ে যোগাযোগের জন্য বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী (ফোন: +974-55175219) এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন (ফোন: +974-33540281) এর সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।