‘সিআইডি’ ছাড়ছেন এসিপি প্রদ্যুমন, বিদায়ে শোকাহত দর্শকরা
২০ বছরের দীর্ঘ যাত্রায় যাদের নাম মানুষ এখনো শ্রদ্ধা আর ভালোবাসায় উচ্চারণ করে—তাদের মধ্যে এসিপি প্রদ্যুমন, অভিজিৎ ও দায়া অন্যতম। ‘সিআইডি’ নামের জনপ্রিয় ভারতীয় ক্রাইম থ্রিলার শো-র এই চরিত্রগুলো দর্শকদের মনে গেঁথে গেছে অমলিনভাবে। তবে এবার দর্শকদের জন্য এলো এক দুঃসংবাদ—আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে।
‘সিআইডি’ চরিত্রে এসিপি প্রদ্যুমনের ভূমিকায় অভিনয় করা শিবাজি সাতম শো থেকে চিরতরে সরে দাঁড়াচ্ছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘সিআইডি ২’-এর একটি আসন্ন পর্বে বোমা বিস্ফোরণে মারা যাবে প্রদ্যুমন চরিত্রটি, যার মধ্য দিয়েই শো থেকে তাঁর বিদায় ঘটবে। পর্বটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং শিগগিরই তা সম্প্রচারিত হবে।
সনি এন্টারটেইনমেন্ট এ খবর নিশ্চিত করে সামাজিক মাধ্যমে লিখেছে, “ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।” পোস্টে ‘রেস্ট ইন পিস এসিপি’ হ্যাশট্যাগ থাকায় প্রথমে অনেকেই ধরে নেন, অভিনেতা শিবাজি সাতম মারা গেছেন। পরে অবশ্য জানা যায়, তিনি কেবল শো থেকে বিদায় নিচ্ছেন, বাস্তবে নয়।
এই খবরে ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েছেন, আবার কেউ কেউ প্রকাশ করছেন ক্ষোভ ও হতাশা। শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণেই শো ছাড়ছেন এই বর্ষীয়ান অভিনেতা। ইতোমধ্যে নতুন এসিপি চরিত্রের জন্য খোঁজও শুরু করেছে প্রযোজনা সংস্থা। তবে শিবাজি সাতম ছাড়া এই শো আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।
প্রদ্যুমনের বিদায় মানে যেন এক যুগের অবসান। দর্শকদের কাছে তিনি শুধু একজন চরিত্রই নন, বরং ন্যায়বিচার আর সততার প্রতীক হয়ে ছিলেন দীর্ঘদিন। তাঁর অনুপস্থিতি ‘সিআইডি’–র ইতিহাসে একটি বড় শূন্যতা তৈরি করবে নিঃসন্দেহে।