শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:১৬

ব্যস্ত ক্রিকেট সূচির সামনে বাংলাদেশ

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৪, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
ব্যস্ত ক্রিকেট সূচির সামনে বাংলাদেশ

ব্যস্ত ক্রিকেট সূচির সামনে বাংলাদেশ

চলতি বছর বাংলাদেশের ক্রিকেট দলকে নিয়ে অপেক্ষা করছে ব্যস্ততম সময়সূচি। এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রতি মাসেই কোনো না কোনো সিরিজে মাঠে নামবে টাইগাররা।

এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে পাকিস্তানে গিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। জুনে পূর্ণাঙ্গ সিরিজের জন্য শ্রীলঙ্কায় যাবে দল।

জুলাইয়ে পাকিস্তান বাংলাদেশে এসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগস্টে ভারত সফরে এসে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজও সমান সংখ্যক ম্যাচ খেলতে আসবে বাংলাদেশে।

নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে থাকবে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি।

এভাবে বছরজুড়েই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ দল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি