শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:০৯

‘ম্যায়নে পিয়ার কিয়া’ ছবিতে সালমান খানের সুযোগ পাওয়ার অজানা কাহিনি

প্রতিবেদক
staffreporter
মার্চ ২৩, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
'ম্যায়নে পিয়ার কিয়া' ছবিতে সালমান খানের সুযোগ পাওয়ার অজানা কাহিনি

‘ম্যায়নে পিয়ার কিয়া’ ছবিতে সালমান খানের সুযোগ পাওয়ার অজানা কাহিনি

বলিউডে সালমান খানের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পিয়ার কিয়া’ ছবির মাধ্যমে। তবে পরিচালক সুরজ বরজাতিয়ার প্রথম পছন্দ কিন্তু তিনি ছিলেন না।

সুরজ তখন নতুন মুখ খুঁজছিলেন, আর শুনেছিলেন যে সেলিম খানের ছেলে সালমান অভিনয়ে আসতে চলেছেন। প্রথমে তার মনে হয়েছিল, ‘কেন সেলিম খানের ছেলে আমাদের সঙ্গে কাজ করবে?’ কিন্তু সালমানের সঙ্গে দেখা হওয়ার পর তার ধারণা বদলে যায়। প্রথমে সালমানকে দেখে তিনি একেবারেই সন্তুষ্ট হননি, কারণ তার চেহারাকে তিনি নায়কসুলভ মনে করেননি। তবে ছবি দেখার পর তিনি মত বদলান এবং মনে করেন যে ক্যামেরার সামনে সালমানের উপস্থিতি যথেষ্ট আকর্ষণীয়।

তবে সমস্যা তখনো শেষ হয়নি। সুরজ জানান, সালমানের কণ্ঠে পর্যাপ্ত তীব্রতা ছিল না, নাচও সেভাবে হচ্ছিল না। কিন্তু যখন তাকে গিটার হাতে চেয়ারে বসানো হয়, তখন সুরজ উপলব্ধি করেন যে, সালমানের স্টাইল ঠিক এমনই হওয়া উচিত।

তবুও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেন পরিচালক। সালমান নিজেও কয়েকজন বিকল্প প্রার্থী পাঠিয়েছিলেন, যাতে তাদের নির্বাচন করা হয়। তবে শেষ পর্যন্ত সুরজ সিদ্ধান্ত নেন সালমানকেই নায়ক হিসেবে নেওয়ার। আর সেই ছবিই সালমানকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি