ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার, ৩১ মার্চ, একটি লিখিত বার্তায় মোদী এই আন্তরিক শুভকামনা পাঠান। এই তথ্য প্রকাশিত হয়েছে ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে।
নরেন্দ্র মোদী তার চিঠিতে লিখেছেন, “পবিত্র রমজান মাস শেষ হওয়ার প্রাক্কালে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।” তিনি বলেন, “এই পবিত্র মাসে বিশ্বজুড়ে মুসলিম ভাই-বোনদের সঙ্গে ভারতের ২০ কোটি মুসলিমও রোজা আর ইবাদতে সময় কাটিয়েছেন।”
মোদী তার বার্তায় ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, “ঈদুল ফিতর শুধু উদযাপনের সময় নয়, এটি আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা, আর ঐক্যের প্রতীক। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় করুণা, উদারতা, আর সংহতির মূল্যবোধের কথা।” তিনি আরও বলেন, “এই গুণগুলো আমাদের জাতিগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে এবং বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসেবে আমাদের একত্রিত করে।”
চিঠিতে মোদী শান্তি ও সমৃদ্ধির কামনা করে বলেন, “এই পবিত্র উপলক্ষে আমরা বিশ্বের সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য, আর সুখ-সমৃদ্ধি কামনা করি।” তিনি দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “আমি আশা করি, আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও গভীর ও মজবুত হবে।”
এই শুভেচ্ছা বার্তা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আশা জাগিয়েছে।