তামিম ইকবালের শারীরিক অবস্থা স্থিতিশীল, দ্রুত সুস্থতার আশা
গত সোমবার বিকেএসপির মাঠে অনুশীলনের সময় হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল। অবস্থা সংকটাপন্ন থাকায় প্রথমে তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিক অস্ত্রোপচারের মাধ্যমে হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে ৪৮ ঘণ্টা হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে মঙ্গলবার রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান।
আকরাম খান গণমাধ্যমকে জানান, তামিমের বর্তমান শারীরিক অবস্থা ভালো থাকলে দুই-তিন দিনের মধ্যেই তাকে বাসায় নেওয়া হতে পারে। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে কোনো ঝুঁকি না থাকে।
প্রসঙ্গত, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি দুবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং তার হার্টে ব্লক ধরা পড়েছে। ক্রিকেটপ্রেমীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।