আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস-২০২৫ পালন
বাংলাদেশ দূতাবাস, আঙ্কারায় যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গণহত্যা দিবস-২০২৫ পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘটিত ভয়াবহ গণহত্যার স্মরণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রথমেই ২৫ মার্চের কালো রাতে নিহত নিরস্ত্র বাঙালিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়।
গণহত্যা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান ও দূতালয় প্রধান মো. রফিকুল ইসলাম।
রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে ২৫ মার্চের কালরাতে সংঘটিত হত্যাযজ্ঞকে বিশ্বের ইতিহাসে অন্যতম জঘন্য গণহত্যা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির মুক্তি আন্দোলন স্তব্ধ করতে নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়েছিল। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ দিবস পালনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বার্তা পৌঁছাবে, যেন পৃথিবীর কোথাও আর এমন নির্মম গণহত্যা না ঘটে।
শেষে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর ১৯৭১ সালের ২৫ মার্চের শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।