শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:১৪

ভারতের লিগে বিক্রি হলেন তামিম, কত টাকা পাচ্ছেন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

ভারতের লিগে বিক্রি হলেন তামিম, কত টাকা পাচ্ছেন

বাংলাদেশের প্রখ্যাত ওপেনার তামিম ইকবাল ভারতের অখ্যাত বিগ ক্রিকেট লিগ (বিসিএল)-এ খেলতে যাচ্ছেন। এই টুর্নামেন্টে তামিমকে ১৫ হাজার ডলারে কেনা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লক্ষ টাকা।

বিসিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে গত শনিবার, যেখানে তামিমসহ একাধিক তারকাকে বাছাই করা হয়েছে। তামিমের সতীর্থ হিসেবে থাকছেন দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র, জতিন সাক্সেনা এবং অন্যান্য খেলোয়াড়রা।

এই লিগ সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয়, তবে এবারের টুর্নামেন্টে ইরফান পাঠান, সুরেশ রায়না, শেখর ধাওয়ান, এবং তিলেকারত্নে দিলশান এর মতো মার্কি খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।

বিগ ক্রিকেট লিগ-এ ৬টি দল অংশ নিবে, যাদের প্রতিটি স্কোয়াডে থাকবে ১৮ জন ক্রিকেটার। লিগ পর্বে ১৫টি ম্যাচ হবে, এরপর দুটি প্লে-অফ ও ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

news_1733047073134.webp

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি