শাহরুখ খানের বিলাসবহুল গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা: এক রাতের জন্য খরচ ১ লাখ ৯৬ হাজার টাকা
বলিউডের কিং খান শাহরুখ খানের মুম্বাইয়ের ‘মান্নাত’ বাড়ি সবার কাছে একটি স্বপ্নের ইমারত, কিন্তু সম্প্রতি তিনি সপরিবারে পালি হিলসের একটি বাংলোয় বসবাস করছেন। তবে তার বাড়ির সংখ্যা বিদেশে বেশ কয়েকটি, যা অনেকেই জানেন না। দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়া—এমন বিভিন্ন শহরে রয়েছে তার নিজস্ব বাড়ি।
এবার সাধারণ মানুষের জন্য ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’-র দরজা খুললেন শাহরুখ। এই বাড়ি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত এবং এতে ৬টি বিলাসবহুল বেডরুম রয়েছে। সুইমিং পুলের পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। এছাড়া বাড়িতে রয়েছে জাকুজি, টেনিস কোর্ট, এবং প্রতিটি ঘরে ফায়ার প্লেস। বিরাট সোফা, বড় আয়না, ঝাড়বাতি, এবং বই পড়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
এই বিলাসবহুল বাড়ি কোনও প্রাসাদের থেকে কম নয়। তবে থাকার খরচটা অনেকের কাছেই চমকপ্রদ। গ্র্যান্ড ভ্যাকেশন ভিলায় এক রাত থাকার জন্য খরচ হবে প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা। ২০১৭ সালে শাহরুখ খান এবং অনুষ্কা শর্মার ‘জব হ্যারি মেট সেজল’ ছবির শুটিংয়ের সময় গোটা টিম এই বাড়িতে ছিলেন।