শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| দুপুর ১:১১

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে : সেলিম

প্রতিবেদক
staffreporter
মার্চ ১৬, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে : সেলিম

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে : সেলিম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এর চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং তার নেতৃত্বে আমরা দেশের সকল সমস্যা সমাধান করে দেব।”

শনিবার (১৫ মার্চ) চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ইউরেশিয়া কনভেনশন সেন্টারে, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, “বিএনপি সম্পর্কে বলা হচ্ছে যে তারা চাঁদাবাজি করছে, কিন্তু বিএনপি কখনোই চাঁদাবাজি করেনি। তবে, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যদি দলের কোনো ব্যক্তি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাকে শুধু পুলিশের হাতে না, দলের পদ-পদবি থেকেও বহিষ্কার করা হবে। বিএনপি এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং ওয়ার্ড পর্যায়েও যদি কেউ চাঁদাবাজি করে, তাদের কোনো রেহাই নেই। এমনকি বর্তমানে অনেক আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সদস্যরা আমাদের সমন্বয়কদের মধ্যে ঢুকে পড়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর দল। আমরা মানুষের সেবা করে চলেছি এবং আমাদের কাজ হচ্ছে মানুষের বিপদে পাশে দাঁড়ানো, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময়।”

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক-কর্মী ঐক্যজোটের অতিরিক্ত সচিব জকির হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ফাতেমা খানম হেনা।

এছাড়া, সংগঠনের জেলার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায়, শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম শাহ আলম টিপু, শিক্ষক কর্মচারী ঐক্যজোট লক্ষ্মীপুর জেলার সভাপতি অধ্যক্ষ নুরুল আলম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক সফিউল্লাহ সরকার, যুগ্ম সম্পাদক অধ্যাপক শাহ আলম, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার প্রমুখ।

এছাড়া, একই স্থানে বিকেল ৩টায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি