ম্যানচেস্টার সিটির ড্র, হালান্ডের রেকর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার লড়াই কঠিন হয়ে পড়ছে ম্যানচেস্টার সিটির জন্য। গতকাল ঘরের মাঠ ইতিহাদে ব্রাইটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সিটি। এই ম্যাচে পেপ গার্দিওলার দল এক মৌসুমে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড গড়েছে, তবে আর্লিং হালান্ডের ব্যক্তিগত অর্জন ছিল দারুণ। প্রিমিয়ার লিগে দ্রুততম সময়ে ১০০টি গোলের অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি।
ম্যাচের ১১তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে নেন হালান্ড। এটি তার ৯৪ ম্যাচে ৮৪তম গোল এবং ১৬তম অ্যাসিস্ট, যা অ্যালান শিয়েরারের ১০০ ম্যাচে ১০০ গোল-অ্যাসিস্ট রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তবে ২১ মিনিটে ব্রাইটনের পেরভিস ইস্তুপিনিয়ান সমতা ফেরান। বিরতির আগে ওমর মারমুশের গোলে আবারও এগিয়ে যায় সিটি, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্ডার আব্দুকোদির খুসানভ আত্মঘাতী গোল করে ব্রাইটনকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন।
এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সিটি। ব্রাইটনের সংগ্রহ ৪৭ পয়েন্ট, তারা আছে সপ্তম স্থানে। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭০ পয়েন্ট, তাদের পরেই আর্সেনাল, নটিংহ্যাম ফরেস্ট ও চেলসি অবস্থান করছে।