রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ, এবং যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের সবার অধিকার রক্ষা এবং সমানভাবে সেবা প্রদান করতে হবে।
শুক্রবার (১৪ মার্চ), টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা-এর অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল-এ তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম আরও বলেন, রাষ্ট্র এখনও পরিপূর্ণ স্বাধীন হয়নি এবং অনেক পথ বাকি রয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের সমান চোখে দেখা উচিত। তবে, রাষ্ট্রের মালিক জনগণ বলার পরেও, কিছু ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে অনেক কাজ বাকি রয়েছে বলে তিনি জানান।
নিজের শিক্ষাজীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, তিনি তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী, যেখানে একসময় স্বৈরাচারী শাসনামলে তারা তাদের পরিচয় দিতে পারতেন না। তবে বর্তমানে, তামীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন, যা তার কাছে গর্বের বিষয়।
এছাড়া, তিনি অভিযোগ করেন, মাদরাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর ইসলামবিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে, এবং অতীতের ফ্যাসিস্ট শাসনামলে তারা এক ধরনের ভয়ের মধ্যে দিন কাটিয়েছেন। তিনি ২০১৩-১৫ সালের ঘটনা উল্লেখ করে বলেন, জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, কিন্তু সেই সময় তাদের সবচেয়ে বেশি নিপীড়ন করা হয়েছিল।
ইফতার মাহফিলে তিনি আরও বলেন, সরকারকে সমান চোখে দেখার জন্য সকল শ্রেণি, ধর্ম এবং বর্ণের মানুষের জন্য সমান সুযোগ এবং অধিকার নিশ্চিত করতে হবে।
ইফতার মাহফিলের আয়োজনে উপস্থিত ছিলেন অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আনাম এবং ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।
মাহফুজ আলমের এই বক্তব্যে জাতির অগ্রগতি এবং রাষ্ট্রের স্বাধীনতার দিকে আরও পদক্ষেপ নিতে হবে—এমন বার্তা এসেছে, যা দেশবাসীকে নতুন করে ভাবতে উৎসাহিত করবে।