সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:১১

উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা

প্রতিবেদক
staffreporter
মার্চ ৮, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা

উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অবস্থিত ‘প্রবর্তনা’ নামক প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। প্রবর্তনা প্রতিষ্ঠানের মালিকরা হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং বিশিষ্ট লেখক, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, কে বা কারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এই ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

‘প্রবর্তনা’ একটি ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠান, যা ফরহাদ মজহার ও ফরিদা আখতারের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। ফরিদা আখতার একজন অর্থনীতিবিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ফরহাদ মজহার একজন কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী।

সম্প্রতি, ফরিদা আখতার ভালোবাসা দিবস নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর ভ্যালেন্টাইন দিবসের উদযাপন না করার আহ্বান জানান। এই পোস্টটি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পেট্রোল বোমা নিক্ষেপের এই ঘটনা তদন্তাধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কম।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ