শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫| রাত ৩:২৮

মিশিগানে গির্জা রূপান্তরিত হলো মসজিদে

প্রতিবেদক
staffreporter
মার্চ ১৪, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
মিশিগানে গির্জা রূপান্তরিত হলো মসজিদে

মিশিগানে গির্জা রূপান্তরিত হলো মসজিদে

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরের একটি পুরোনো গির্জা সংস্কার করে নির্মিত হয়েছে মসজিদ, যার নাম দারুল কোরআন। নতুন এই মসজিদে একসঙ্গে প্রায় ৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় স্থানীয় মুসলিম সম্প্রদায় এতে আনন্দিত।

এর আগে, গ্রেট মিলার গির্জা নামে পরিচিত স্থানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনা, বাইবেল শিক্ষা ও ধর্মীয় অনুষ্ঠান হতো। এখন সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ, ইসলামিক শিক্ষা কার্যক্রম ও সংস্কৃতির চর্চা চলছে।

দারুল কোরআন মসজিদের ইমাম সাইয়েদ আহমেদ জানান, ৫ বছর আগে ওয়ারেন শহরের নাইন মাইলে একটি ছোট মসজিদ প্রতিষ্ঠা করা হয়। মুসল্লির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জায়গার সংকট দেখা দেয়, যার ফলে পাশের পরিত্যক্ত গির্জাটি ক্রয় করে সম্প্রসারণ করা হয়েছে।

মসজিদ কমিটির ভাইস প্রেসিডেন্ট মাহফুজ চৌধুরী জানান, নতুন মসজিদের আয়তন ৫২ হাজার স্কয়ার ফুট, যেখানে ১৩ হাজার স্কয়ার ফুট এলাকা শুধু নামাজের জন্য বরাদ্দ। এছাড়া এখানে গাড়ি পার্কিং সুবিধা, নারীদের জন্য পৃথক নামাজের স্থান এবং শিশু-কিশোরদের জন্য আরবি শিক্ষার ব্যবস্থা রয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুনভাবে যাত্রা শুরু করেছে দারুল কোরআন মসজিদ। মসজিদ কমিটির ভাইস প্রেসিডেন্ট সাইদুল খান ও খালেদ আহমেদ ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি