সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:১৫

বিজিএমইএ নির্বাচন ঘিরে প্রস্তুতি, কমেছে সচল কারখানার সংখ্যা

প্রতিবেদক
staffreporter
মার্চ ৬, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
বিজিএমইএ

বিজিএমইএ নির্বাচন ঘিরে প্রস্তুতি, কমেছে সচল কারখানার সংখ্যা

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যপ্রতিষ্ঠানের সংখ্যা ৩,৩৯১ হলেও বর্তমানে মাত্র ১,৮৬৬টি কারখানা উৎপাদনে রয়েছে, যা মোট সদস্যের ৫৫ শতাংশ। বাকি ৪৫ শতাংশ কারখানা বন্ধ বা অচল।

বিজিএমইএর প্রশাসকের নির্দেশনায় সদস্যপ্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রম শেষে নির্বাচন ও আপিল বোর্ড ঘোষণা করা হয়েছে। নির্বাচনকেন্দ্রিক দুই জোট, ফোরাম ও সম্মিলিত পরিষদ, ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ৩৫ সদস্যের প্যানেল চূড়ান্ত করার কাজ শুরু করেছে।

গতবারের তুলনায় এবারের নির্বাচনে ভোটার সংখ্যা কমতে পারে। ২০২৪ সালের নির্বাচনের ভোটার তালিকায় ২,৪৯৬ জনের নাম থাকলেও এবার ১,৬০৬ জন সদস্যপদ নবায়ন করেছেন। ৮৯০ জন সদস্যপদ নবায়ন না করায় তাদের ভোটাধিকার হারানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া সাবকন্ট্রাক্টিং করা অনেক কারখানার নথিপত্র না থাকায় সদস্যপদ নবায়ন আটকে গেছে।

নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি

মে মাসে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। পাশাপাশি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে সৈয়দ নাসিম মঞ্জুর দায়িত্ব পালন করবেন।

ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান ও সম্মিলিত পরিষদের দলনেতা আবুল কালাম নিজ নিজ প্যানেলের সদস্যদের চূড়ান্ত করছেন। উভয় জোটই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে।

প্রশাসকের মেয়াদ ১৬ জুন শেষ হবে। তার আগেই নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে। মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচন বিজিএমইএর কার্যালয়ের বাইরে অনুষ্ঠিত হতে পারে এবং সংগঠনের কর্মকর্তাদের এতে সম্পৃক্ত না করার কথাও আলোচনায় রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ