শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:২৫

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন ফিচার ‘সার্কেল টু সার্চ’

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
আইফোন ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন ফিচার ‘সার্কেল টু সার্চ’

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন ফিচার ‘সার্কেল টু সার্চ’

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এসেছে নতুন ফিচার ‘সার্কেল টু সার্চ’, যা ইতোমধ্যেই ২০২৪ সাল থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে জনপ্রিয়তা পেয়েছে। মূলত এআই-ভিত্তিক এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিন থেকে সরাসরি তথ্য অনুসন্ধান করতে পারবেন। তবে আইফোনে এই ফিচারটি কিছু সীমাবদ্ধতার সঙ্গে চালু করা হয়েছে।

আইফোনে ফিচারটির নামকরণ ও ব্যবহার পদ্ধতি
আইফোনে এটি ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ নামে পরিচিত হবে। তবে এটি ব্যবহারের জন্য আইফোন ব্যবহারকারীদের গুগল লেন্স অ্যাপ ইন্সটল করতে হবে। বর্তমানে এটি শুধুমাত্র গুগল ক্রোম এবং গুগল অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ

ব্যবহারকারীরা ক্রোম বা গুগল অ্যাপে ঢুকে উপরের ডান দিকে থ্রি-ডট মেনুতে ক্লিক করলে এই ফিচার ব্যবহার করতে পারবেন। এরপর স্ক্রিনে থাকা যেকোনো বিষয়বস্তু হাইলাইট, আঁকা বা ট্যাপ করে সরাসরি অনুসন্ধান করা যাবে, স্ক্রিন থেকে না বেরিয়েই।

কেন এটি গুরুত্বপূর্ণ?
গুগলের মতে, ‘সার্কেল টু সার্চ’ মূলত ক্রোম এবং গুগল অ্যাপে ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে। এটি ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপকারী, কারণ তারা নতুন ট্যাব না খুলেই, স্ক্রিনশট ছাড়াই দ্রুত তথ্য সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে প্রোডাক্ট বা ভিজ্যুয়াল সার্চের ক্ষেত্রে ফিচারটি অত্যন্ত কার্যকর হবে।

এই নতুন আপডেট আইফোন ব্যবহারকারীদের জন্য গুগলের সার্চ অভিজ্ঞতা আরও সহজ এবং গতিময় করে তুলবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত