সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের জন্য ভ্যাট অব্যাহতি

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের জন্য ভ্যাট অব্যাহতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের জন্য ভ্যাট অব্যাহতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশে আগত বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া ও আপ্যায়ন ব্যয় ভ্যাটের আওতার বাইরে রাখা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ভ্যাট বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতর বা সংশ্লিষ্ট হাসপাতালের আমন্ত্রণে বিদেশি চিকিৎসকরা আহত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এ কারণে তাদের ফি, হোটেল ভাড়া ও আপ্যায়ন ব্যয় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

এনবিআর ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ১২৬ ধারার ৩ নম্বর উপধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, চিকিৎসকদের ফি আগেও ভ্যাটমুক্ত ছিল, তবে হোটেল ভাড়া ও আপ্যায়ন ব্যয়ে ১৫ শতাংশ ভ্যাট ধার্য করা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব খাতেও ভ্যাট অব্যাহতি দেওয়া হলো।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ