রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৪

ব্যবসায়ীদের জন্য কর ও ভ্যাটের হার যৌক্তিক করা হবে: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৩০, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
ব্যবসায়ীদের জন্য কর ও ভ্যাটের হার যৌক্তিক করা হবে: এনবিআর চেয়ারম্যান

ব্যবসায়ীদের জন্য কর ও ভ্যাটের হার যৌক্তিক করা হবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বাজেট উচ্চাভিলাষী হবে না এবং করের হার যৌক্তিক করা হবে। ব্যবসায়ীদের বাড়তি চাপ না দিয়ে প্রয়োজনে ভ্যাটের হার কমানো হতে পারে বলে তিনি জানিয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) প্রথম আলো আয়োজিত ‘ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা: প্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। কাওরান বাজারের প্রথম আলো ভবনে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া উঠে আসে।

এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা উচিত। তিনি উদাহরণ দিয়ে বলেন, “করদাতারা ডিম পাড়া মুরগির মতো। একবারে সব ডিম বের করে নিতে গেলে মুরগিটি মরে যাবে। তাই আইন মেনে নিয়মিত করদাতাদের একটু চাপ দেওয়া যেতে পারে, কিন্তু অত্যধিক চাপ দেওয়া উচিত নয়।”

ভ্যাট বৃদ্ধির ফলে বিভিন্ন খাতে যে প্রভাব পড়ছে, তা ব্যবসায়ীরা উল্লেখ করেন। বিশেষ করে পোশাক, জুস, বিস্কুট, আকাশপথে টিকিটসহ বিভিন্ন খাতে কর বৃদ্ধির প্রভাব তারা তুলে ধরেন। এ ছাড়া পর্যটন খাতে অযৌক্তিক হারে উৎসে কর কাটা নিয়েও তারা আপত্তি জানান। এনবিআর চেয়ারম্যান এসব যুক্তির সঙ্গে একমত প্রকাশ করেন এবং কর কাঠামোকে ব্যবসায়বান্ধব করার প্রতিশ্রুতি দেন।

আগামী বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীদের যাতে সমস্যা না হয়, সে জন্য কর ও ভ্যাটের হার যৌক্তিক করা হবে। আমদানি পর্যায়ে শুল্ক হারও পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি যেখানে কর আদায়ের সুযোগ আছে, সেখানে করের আওতা বাড়ানো হবে।

তিনি আরও জানান, কিছু ব্যবসায়ী কর ফাঁকি দিতে নানা কৌশল অবলম্বন করেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, “একজন করদাতা ব্যাংক থেকে টাকা লুট করে রিসোর্ট বানিয়েছেন এবং কর ফাঁকি দিতে রিসোর্টের তিনটি পুকুরে ৫০০ কোটি টাকার মাছ দেখিয়েছেন।”

এনবিআর চেয়ারম্যান স্বীকার করেন যে বাজেট বাস্তবায়নে এনবিআরের ওপর অতিরিক্ত রাজস্ব আদায়ের চাপ তৈরি হচ্ছে, যার ফলে নিয়মিত করদাতারাই বেশি চাপে পড়ছেন। তিনি জানান, আগামী ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা হবে, যেখানে এসব বিষয় গুরুত্ব পাবে।

ভ্যাট আদায়ে অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন, “একটি বড় মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে গিয়ে আমি নিজেই দেখেছি, তারা ভ্যাটের চালান দিচ্ছে না। জানতে চাইলে দোকানদার জানান, ভ্যাটের মেশিন কাজ করে না। বাজারে গেলে মনেই হয় না দেশে ভ্যাট বলে কিছু আছে, অথচ নিয়মিত করদাতারা এতে চাপে পড়ে যান।”

তিনি জানান, আগামী বছর থেকে কোম্পানি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হবে এবং ১৪টি ভালো প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ দেওয়া হবে, যাতে তারা জাহাজ থেকে সরাসরি পণ্য খালাস করে গুদামে নিতে পারেন।

ব্যবসায়ী ও কর কর্মকর্তাদের মধ্যে বিদ্যমান অবিশ্বাস দূর করতে কর কাঠামো আরও স্বচ্ছ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এনবিআর চেয়ারম্যান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ