নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিতেন এরদোয়ান – ইরানি গণমাধ্যমের দাবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান গোপনে অস্ত্র সরবরাহ করেছেন বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্ক শুধু অস্ত্র নয়, ইসরায়েলকে জ্বালানি তেলও সরবরাহ করে আসছে। দেশটির পার্লামেন্ট সদস্য জেরগারলিওগলু অভিযোগ করেছেন, তুরস্কের কিছু জাহাজ মাঝপথে গন্তব্য পরিবর্তন করে ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে তেল সরবরাহ করেছে।
গাজা ইস্যুতে বরাবরই ইসরায়েলের সমালোচক হিসেবে পরিচিত এরদোয়ান। তেল আবিবের বিরুদ্ধে কঠোর নীতিমালা ঘোষণা করা সত্ত্বেও এমন তথ্য প্রকাশ্যে আসায় তুরস্কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, গোপন নথি ও স্যাটেলাইট ছবির মাধ্যমে ইসরায়েলে তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে। যদিও বিষয়টি নিয়ে এরদোয়ান প্রশাসন এখনো কোনো মন্তব্য করেনি।
বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক-ইসরায়েল সম্পর্ক ঐতিহাসিকভাবেই জটিল। তুরস্ক প্রথম মুসলিম দেশ যারা ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এরদোয়ানই প্রথম মুসলিম নেতা যিনি ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেলের সমাধি পরিদর্শন করেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাগুলো আঙ্কারার অবস্থানকে আরও বিতর্কিত করে তুলেছে।