সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:৩৫

রমজান উপলক্ষে ১,২৯৫ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত প্রেসিডেন্ট

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
রমজান উপলক্ষে ১,২৯৫ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত প্রেসিডেন্ট

রমজান উপলক্ষে ১,২৯৫ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত প্রেসিডেন্ট

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১,২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে তাদের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে তারা নতুন করে জীবন শুরু করতে পারেন।

বৃহস্পতিবার আমিরাতের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বন্দিদের মুক্তি এবং ঋণ পরিশোধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পরিবারকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য, যাতে তারা সমাজে ফিরে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

আমিরাতের শাসকরা প্রায়ই বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উপলক্ষ্যে বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। গত বছরও রমজান উপলক্ষে ৭৩৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল।

এদিকে, আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংস্থার পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু এলাকায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখা না গেলে ২ মার্চ থেকে রমজান শুরু হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত