শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:১২

ঢাবি শিক্ষার্থীদের অর্থসহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২১, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১২ শিক্ষার্থীকে প্রায় ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।

আরও পড়ুন

মেডিকেল ভর্তিতে কোটা পদ্ধতির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠিত হচ্ছে

সোমবার (২০ জানুয়ারি) ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের হাতে সহায়তার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাক আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন, সমন্বয়ক আব্দুল কাদের, শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া এবং শহীদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন।

অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে চিঠি পাঠিয়ে আহত শিক্ষার্থীদের নামের তালিকা চায়। তালিকা প্রাপ্তির পর, যেসব শিক্ষার্থী কমিটির সঙ্গে যোগাযোগ করেন, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি