ভিকি কৌশলের নতুন সিনেমা ‘ছাবা’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি
বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ছাবা’ চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এ ছবিতে ভিকি অভিনয় করেছেন ছত্রপতি শিবাজীর ভূমিকায়। সিনেমার ট্রেলার প্রকাশিত হবে ২২ জানুয়ারি।
সিনেমাটিতে ছত্রপতি শিবাজীর মতো ঐতিহাসিক চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে ভিকিকে। শুটিংয়ের আগে কঠোর প্রস্তুতি নিয়েছেন তিনি। শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় হাতে আঘাত পেলেও শুটিং চালিয়ে যান। তার এই পরিশ্রম পোস্টারে স্পষ্ট ফুটে উঠেছে।
ভিকি কৌশলের জীবনসঙ্গী ক্যাটরিনা কাইফ তার শক্তি এবং সমর্থনের প্রমাণ আরও একবার দিয়েছেন। সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ক্যাটরিনা তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
২০১৯ সালের ব্লকবাস্টার সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ সামরিক অফিসারের ভূমিকায় অভিনয় করে ভিকি কৌশল নিজের অবস্থান শক্ত করেছেন। সেই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন।
‘ছাবা’ সিনেমার গল্প এবং ভিকির অভিনয়ের প্রতি দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ঐতিহাসিক এই চরিত্রের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করতে চান তার অভিনয়ের দক্ষতা।