পুতুলকে ‘হু’ থেকে অপসারণে অনলাইনে চলছে গণস্বাক্ষর, ব্যাপক সাড়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে পদ থেকে অপসারণের দাবিতে একটি অনলাইন পিটিশন ক্যাম্পেইন চালু হয়েছে, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘অ্যাক্ট নাও বাংলাদেশ’ নামে একটি মানবাধিকার সংগঠন এই পিটিশনটি শুরু করেছে।
১৩ জানুয়ারি চেঞ্জ ডট ওআরজি প্ল্যাটফর্মে পিটিশনটি চালু হওয়ার পর থেকে বুধবার বিকেল পর্যন্ত প্রায় ২৪০০ মানুষ এতে স্বাক্ষর করেছেন। পিটিশনের লিংক শেয়ার করে সংগঠনটি ফেসবুকে লিখেছে, “মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসনব্যবস্থার অধীনে নীতিমালা সমর্থন দেওয়ার কারণে সায়মা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের দাবিতে আমাদের সাথে যোগ দিন।”
পিটিশনে অভিযোগ করা হয়েছে, সায়মা ওয়াজেদের মা শেখ হাসিনার সরকারের অধীনে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করার অভিযোগ আনা হয়েছে, যেখানে অসংখ্য মানুষ আহত ও নিহত হন। এতে বলা হয়েছে, আহত ব্যক্তিরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছিলেন।
পিটিশনের বর্ণনায় আরও উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডের প্রতি সায়মা ওয়াজেদের প্রকাশ্য সমর্থন রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরপেক্ষতা এবং মানবিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই কারণেই তাকে পদ থেকে অপসারণের দাবি জানানো হয়েছে।
পিটিশনটি শুরু হওয়ার পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই বিষয়টিকে সমর্থন জানিয়ে স্বাক্ষর করছেন। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সায়মা ওয়াজেদের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, এই পিটিশন একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা যেতে পারে, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। তবে এটি হু-এর নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়।