বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা কাটছে, চালু হচ্ছে টুরিস্ট ভিসা
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভিসা জটিলতা দূর হবে এবং চালু হবে টুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা।
২৩ ডিসেম্বর দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। আল হামুদি জানান, বর্তমানে বাংলাদেশসহ অনেক দেশের জন্য ভিসা সীমাবদ্ধ থাকলেও শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
রাষ্ট্রদূত আল হামুদি বলেন, কয়েক বছর আগেও আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা সাত থেকে আট লাখ ছিল। বর্তমানে এটি ১২ লাখ ছাড়িয়ে গেছে, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এদেশের রাস্তাঘাট ও স্থাপনা নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের ঘাম লেগে আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের জন্য ভিসার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে আমিরাত সরকারের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রদূত আনসারী বলেন, বাংলাদেশের মানুষের জন্য ভিসা সমস্যা সমাধানে ড. ইউনূসের মতো ব্যক্তির অনুরোধও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, ভিসা জটিলতা কাটার পর আমিরাত-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে।
ইউএই রাষ্ট্রদূত আল হামুদি তার বক্তব্যে কর্মজীবন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে বিবেচনা করার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাকির হোসেন, ড. রেজা খান, ইঞ্জিনিয়ার এম এ সালাম খান, এবং দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন।
বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সমস্যার সমাধানের এ উদ্যোগ দেশের প্রবাসীদের জন্য একটি বড় সুখবর। ভ্রমণ ভিসাসহ অন্যান্য ভিসা চালুর মাধ্যমে আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান এবং অন্যান্য সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।