গাজায় ২ দিনে ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় মাত্র দুই দিনে প্রাণ হারিয়েছে অন্তত ১৫০ জন ফিলিস্তিনি। শনিবার (৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে শুক্রবার ৭৩ জন এবং বৃহস্পতিবার ৭৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে। গত ১৫ মাসে এ হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৭১৯ জনে। এ ছাড়া আহত হয়েছে অন্তত এক লাখ আট হাজার ৫৮৩ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তবিক হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
ইসরায়েলের হামলা গাজার স্বাস্থ্যসেবাকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এটি গাজার স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করার বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে সংস্থাটি মন্তব্য করেছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় ২৭টি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের ১৩৬টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে। এসব হামলায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি প্রতিদিনই আরও জটিল হচ্ছে। আন্তর্জাতিক মহল এই আক্রমণ বন্ধে তৎপর হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
সূত্র: আলজাজিরা