শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:১২

গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র: ম্যাথু মিলার

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৯, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র: ম্যাথু মিলার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা ও তার প্রতি সম্মানে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি বাংলাদেশের আগের সরকারের মতো বর্তমান সরকারকেও স্পষ্ট করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে আইনের শাসন এবং সম্মান রক্ষা করা উচিত।

এক সাংবাদিকের প্রশ্নে তিনি জানান, বাংলাদেশে আটক সাংবাদিকদের বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন। তবে, অন্য একটি প্রশ্নে বিতর্কিত মন্তব্য নিয়ে তিনি বলেন, এ বিষয়ে অবগত না থাকায় তা নিয়ে মন্তব্য করতে পারছেন না।

বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করলে ম্যাথু মিলার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি