রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০৬

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ড. ইউনূস

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৯, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১১তম ডি-৮ সম্মেলনে যোগ দিতে বর্তমানে মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। আজ (১৯ ডিসেম্বর) তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েবের আমন্ত্রণে ভাষণ দেবেন। এর আগে, ১২ নভেম্বর, আজারবাইজানের বাকু শহরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।

এই সফরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দেবেন, যা মিশরের রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন একটি আন্তর্জাতিক সংগঠন, যার লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি করা। এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়া।

এ সফরের ফাঁকে ড. ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

ড. ইউনূসের মিসরের এ সফর হচ্ছে তার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর তৃতীয় বিদেশ সফর। এর আগে, তিনি ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে এবং নভেম্বরে কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ