জর্জিয়ার প্রেসিডেন্ট হলেন সাবেক ফুটবলার মিখাইল
জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। দেশটির পার্লামেন্ট শনিবার এ নিয়োগ চূড়ান্ত করেছে, যা ইউরোপীয় ইউনিয়নপন্থীদের বিক্ষোভের ১৬ দিন পর এলো। ৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিমের প্রার্থী ছিলেন, যা বর্তমানে পার্লামেন্টের ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।
জর্জিয়ান ড্রিম দল ২০১৭ সালে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে ইলেক্টোরাল কলেজ ব্যবস্থায় পরিবর্তন আনে। কাভেলাশভিলির বিজয়ে দলটির ক্ষমতা আরও সুসংহত হয়েছে। তবে বিরোধী দলগুলো দাবি করেছে, নির্বাচনে রাশিয়ার সহযোগিতায় কারচুপি হয়েছে, যা জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রচেষ্টাকে বড় ধাক্কা দিয়েছে।
কাভেলাশভিলি রাজনীতিতে আসার আগে ছিলেন একজন পেশাদার ফুটবলার। তিনি স্ট্রাইকার পজিশনে খেলতেন এবং ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটির হয়ে দুটি মৌসুম খেলেছিলেন। ১৯৯৭ সালে সিটির হয়ে তিনটি গোল করেন তিনি। ২০০৬ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার আগে আরও অনেক ক্লাবে এবং জর্জিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন।
নতুন প্রেসিডেন্ট কাভেলাশভিলি জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অঙ্গীকার করলেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনেরও পরিকল্পনা করেছেন, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।