আদালতের নির্দেশনায় ব্যাটারি রিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ব্যাটারি রিকশা নিয়ে চলমান সমস্যা উচ্চ আদালতের নির্দেশনার পর সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি জানান, আজ রোববার (২৪ নভেম্বর) এ বিষয়ে আদালতের নির্দেশনা আসতে পারে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের একটি নির্দেশনা বাস্তবায়নের অপেক্ষায় আছি। আজ আদালত থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে। আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। এটা হয়তো সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমি ব্যাটারি রিকশা প্রসঙ্গে বেশি কিছু বলতে পারছি না, কারণ এটি আদালতের সিদ্ধান্তাধীন বিষয়। কোনো মন্তব্য করলে তা আদালত অবমাননার (কনটেমপ্ট টু দ্য কোর্ট) শামিল হতে পারে। তবে আমরা আশা করছি, একটি ভালো নির্দেশনা আসবে এবং সেই নির্দেশনার আলোকে আমরা সমস্যার সমাধান করতে পারব।”
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাটারি রিকশাচালকদের প্রতি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান। তিনি বলেন, “তাদের যদি কোনো দাবি থাকে, সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত রয়েছে। সেখানে গিয়ে কর্মসূচি পালন করলে ট্রাফিক জ্যাম কমবে এবং অন্যদের অসুবিধা হবে না। আমরা তাদের দাবি মানব, তারাও আমাদের কথা মানবেন। বাংলাদেশে সবাই ভাই-বোনের মতো। শান্তিপূর্ণ কর্মসূচিই সমাধানের পথ তৈরি করতে পারে।”